Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১২আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেজ রিসার্চ (বিবিআর) এর উদ্দ্যোগে গত ১০ আগস্ট, ২০২৩খ্রি. তারিখ বৃহস্পতিবার “The Srilankan Crisis: Lessons For Developing Countries” শীর্ষক ওয়েবনিয়ার অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়েবনিয়ারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর চেয়ারম্যান, আইসিএমএ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ। বিবিআর পরিচালক প্রফেসর জনাব এস. এম. সোহরাব উদ্দিন এর সঞ্চালনায় উক্ত ওয়েবনিয়ারে স্বাগত বক্তব্য রাখেন চবি ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. ললিত পি. সামারাকুন সিএফএ, এফসিএ।

আলোচনায় ড. সেলিম বলেন, কর হ্রাস, টাকা ছাপানো, জাতীয়ভাবে অর্গানিক বা বায়োলজিক্যাল চাষে স্থানান্তরিত নীতি, ২০১৯ সালের শ্রীলঙ্কায় ইস্টার বোমা হামলা এবং কভিড-১৯ মহামারীর প্রভাবের মতো একাধিক জটিল প্রভাবের কারণে এই সংকট শুরু হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালে শ্রীলঙ্কায় বিক্ষোভ দেখা দেয়। তিনি আরো বলেন, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মূল কারণগুলি মূলত অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে বিপুল বিনিয়োগ, দুর্বল শাসন ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি এবং তহবিলের অব্যবস্থাপনা। এছাড়াও রাসায়নিক সার নিষিদ্ধ করার মত অজনপ্রিয় নীতির ফলে খাদ্য উৎপাদন হ্রাস পেয়েছে এবং কর হ্রাসের ফলে ব্যাপকভাবে রাজস্ব সংগ্রহ কমে যাওয়ায় সৃষ্ট অর্থনৈতিক সংকট আরো ঘনীভুত হয়। উক্ত ওয়েবনিয়ারে অংশগ্রহণকারী দেশ-বিদেশের সম্মানিত শিক্ষকগণ ও শিক্ষার্থীগণকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি বিবিআর চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র মজুমদার ওয়েবনিয়ারের সমাপ্তি ঘোষনা করেন।