১৫আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : পিরোজপুর প্রতিনিধিঃ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার মরদেহবাহী গাড়ি এসে পৌঁছায়।
পরে দুপুর ১টা ১৫ মিনিটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, জানাজা পরিচালনা করেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান। পরে মরদেহ সবার দেখার জন্য উন্মুক্ত রাখা হয়।
এর আগে দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে মাসুদ বিন সাঈদী জানাজায় অংশগ্রহণ করেন এবং সবার উদ্দেশ্য বক্তব্য রাখেন। এসময় তার বাবা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এরপর ২টা ২০ মিনিটে তার মেজ ছেলে শামীম বিন সাঈদী সেখানে উপস্তিত হন। মৃত বাবার লাশবাহী গাড়িতে উঠে তিনি দাফনের উদ্দেশ্যে পারিবারিক কবরস্থানে নিয়ে যান।
দুপুর ৩ টার দিকে সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। যেখানে তার বড় ছেলে, মা ও ভাইকে আগেই দাফন করা হয়েছিলো।
এসময় পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে লক্ষ লক্ষ জনতা ও নেতাকর্মী ভক্তরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে দাফন কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখেতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলো।