Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মোঃ নুর উদ্দিন পিরোজপুর প্রতিনিধি‌: পিরোজপুর জেলা হাসপাতালের কেবিনের ছাদের পলেস্তারা ধসে আকুব্বর আলী খান (৮৫) নামে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধ আহত হয়েছেন। এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা হাসপাতালে সংরক্ষিত কেবিনের ছাদের পলেস্তারা ধসে আকুব্বর আলী খানের বাম পা থেতেলে গেছে এবং বুকে ব্যাথা পেয়েছেন বলে অভিযোগ করেছেন আহত পরিবারের সদস্যরা। আহত আকুব্বর আলী খান সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মো: চাঁদ মিয়া খানের পুত্র।
আহতের নাতি মহাসিন হোসেন এই প্রতিবেদককে বলেন, ‘তাঁর দাদা আহত আকুব্বর আলী খান হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। বিকেল ৪টার দিকে হাসপাতালের দোতালায় সংরক্ষিত কেবিনের ছাদের পলেস্তারার বড় একটা অংশ ধসে পড়ে দাদার পা থেতলে যায় এবং বুকে চাপ লাগে। এ ঘটনার তিন ঘণ্টা অতিবাহিত হলেও কোন ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ কোন খোঁজ নিতে আসেনি। এমনকি হাসপাতাল থেকে কোন এক্সেরেও করানো হয়নি। ফলে বাধ্য হয়েই আমরা বাহিরে থেকে এক্সেরে করেছি। একজন হৃদরোগে আক্রান্ত রোগীকে এমন একটা দুর্ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রোগীর জন্য অনেকটা যন্ত্রণাদায়ক। আহতের ভাইয়ের মেয়ে শেফালি বলেন, ‘হাসপাতালের ছাদের পলেস্তারা ধসে আমার চাচা আহত হয়েছেন এটা আমরা মেনে নিয়েছি কিন্ত হাসপতালের কর্তৃপক্ষ কোন খোঁজ নেয়নি। অনেক রোগীর চাপ থাকায় অযত্নে অবহেলায় আমার চাচা কোনভাবে পড়ে আছে। মনে হচ্ছে দেখার কেউ নেই।
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসূফ জাকী বলেন, ‘আমরা খবর পেয়ে রোগীর খোঁজ নিয়েছি। অর্থোপেডিক ডাক্তার জিলানী রোগীর বিষয়ে দেখছেন। তবে রোগীর শরীরে কোথাও ফ্রাকচারের ঘটনা ঘটেনি। এটি একটি দুর্ঘটনা আমরা গণপূর্ত বিভাগের প্রকৌশলীর সাথে কথা বলেছি কী কারণে এটা ঘটেছে তারা খতিয়ে দেখবেন।