Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষকদের নিয়ে “প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ১২ ডিসেম্বর ২০২৩ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল বিষয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) এর প্রাক্তন পরিচালক ড. মোঃ শফিকুল হক। আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ এবং মোহাম্মদ নেয়ামত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সুফিয়ান। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৩৫০ জন শাখাপ্রধান অংশগ্রহণ করেন।