Thu. Jul 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ড. সেলিম উদ্দিনের নেতৃত্বে ২০২৪ সালের জন্য নির্বাচিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাহতাব উদ্দিন, এফসিএমএ এবং আখতারুজ্জামান এফসিএমএ। এ সময়ের জন্য ইন্সটিটিউটের সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে এস এম জহির উদ্দিন হায়দার, এফসিএমএ এবং আব্দুল মতিন পাটোয়ারী, এফসিএমএ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সেলিম উদ্দিন বর্তমানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।