Tue. Oct 14th, 2025
Advertisements

 

 

খোলাবাজার অনলাইন ডেস্ক :  সব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ এবং ঐতিহাসিক ৭ই মার্চউপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতি বার (০৭ মার্চ ২০২৪) দিলকুশাস্থ রূপালী ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরেণ্য অভিনেতা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক, ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো.আশরাফ হোসেন,রুখ সানাহাসিন, মো. রফিকুল আলম ও মো. আলী আক্কাসএবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ডসিইও মোহাম্মদ জাহাঙ্গীর।এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহা ব্যবস্থাপক মো.হারুনুররশিদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুররহমান,মোহাম্মদ সাফায়েত হোসেন, তানভীর হাছনাইন মঈন, মো. নোমানমিয়া, সালামুন নেছা ও এসএম দিদারুল ইসলাম সহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো.সুজাত আলী জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।