অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো: ইউনুসের সাথে রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছেন ন্যাপ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওন সাদেকী। তিনি জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি হিসেবে এ বৈঠকে যোগ দেন।
শাওন সাদেকী জানান, বৈঠকে স্বৈরশাসক শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনসহ মোট ৯টি দাবী উত্তাপন করা হয়।
জাতীয়তাবাদী সমমনা জোটের নের্তৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এই জোটের শরিক জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম মতবিনিময়ে অংশ নেন বলে জানা গেছে।