Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পরিবার আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ কতে মক্কার পথে ।

গত ২০১০ সালের ২৯শে জুন থেকে তাঁকে সঠিক সাক্ষ্যপ্রমাণ ব্যতীত মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী করে রেখেছিল সরকার। এমনকি তার বিরুদ্ধে সুখরঞ্জন বালী নামে একজন হিন্দু ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ প্রয়োগ করা হয়। পরবর্তিতে সুখরঞ্জন বালী মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তাকে গুম করা হয়।

দীর্ঘ তেরো বছরের কারাজীবনের শারীরিক-মানসিক নির্যাতনে প্রায় বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন এই প্রবীণ আলেম। শেষ দিকে তিনি একা একা চলাফেরা করতেও অপারগ হয়ে যান। ২০২৩ সালের ১৩ আগস্ট কাশিমপুর কারাগার থেকে কোরআনের পাখি মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হার্ট এটাক এর নাম করে হত্যার উদ্দেশ্যে বিকেলে কারাগার থেকে তাকে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে তাকে স্থানান্তর করে কোরআনের পাখি মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে কৌশলে স্বৈরাচার শেখ হাসিনা তাকে হত্যা করে।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ছিলেন। তবে রাজনীতির বাইরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশের সাধারণ জনগণের কাছে একজন প্রখ্যাত তাফসিরকার ওয়ায়েজ হিসেবে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ওয়াজের মাধ্যমে বাংলাদেশের আনাচে-কানাচে পবিত্র কুরআনের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ব্যাপক। কোটি কোটি মুসলিমের মাঝে তার পবিত্র কুরআনের তাফসিরের প্রভাব রয়েছে। কুরআনের পাখি হিসেবেও বাংলাদেশে তার বেশ পরিচিতি ছিল।

আমরা মহান রাব্বুল আলামিন আল্লাহ তা’আলার কাছে দুআ করি, তিনি যেন এই প্রবীণ কোরআনের পাখির ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করেন।

কোরআনের পাখি মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পরিবার হুজুরের একটানা গত ১৬ বছর আওয়ামী হামলা মামলা, হত্যা খুন গুম, অত্যাচার নিপিড়নের ফলে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী শক্তির পরাজয় এবং দেশ থেকে পালিয়ে যাওয়া জালিম মুক্ত হয় দেশ । গত ৫ আগষ্ট দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর সাঈদী পরিবার দেশ ও নিপিড়িত জনগনের জন্য দোয়া করতে মক্কা রওনা হয়েছেন।। পবিত্র কা’বায় সাঈদী পরিবার আল্লাহর অসীম দয়ার শুকরিয়া আদায় করবেন ।

কোরআনের পাখি মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান সাবেক এমপি (পিরোজপুর ১) এর মেজ সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান, ২০১৮ সালের জামায়াতে ইসলামীর মনোনিত পিরোজপুর-১ আসনের প্রার্থী আলহাজ্ব শামীম বিন সাঈদী ওমরাহার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন, আজ ১৬ই সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহার উদ্দেশ্যে রওনা হন- শামীম সাঈদী ।

এ সময় এয়ারপোর্ট এ পিরোজপুর সদর নাজিরপুর ইন্দুরকানির বিভিন্ন শ্রেনী পেশার ভক্তবৃন্দ তাকে বিদায় জানান, তিনি পিরোজপুর সহ দেশ ও প্রবাসের সকল মানুষের কাছ থেকে দোয়া চেয়েছেন ।

জানা গেছে তার সাথে তার আম্মা বড় ভাই মরহুম রাফিক বিন সাঈদী এর ছেলে মুনাওয়ার যিশান, ছোট ভাই নাসীম বিন সাঈদী রয়েছেন ।

আরও জানা যায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সুসংগঠিত করার লক্ষ্যে আরও বেশ  কিছুদিন  কিছুদিন সৌদি আরবে অবস্থান করবেন বলে যানাগিযেছে ।