Wed. Oct 15th, 2025
Advertisements


স্টাফ রিপোর্টার : স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যূবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়।
১৭ নভেম্বর (রবিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে আল-কুরআন প্রচার সংস্থা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী ও মাওলানা ভাসানীর একান্ত সহযোগী সীমান্ত ফরিদ, এম. আবুল হোসেন দুলাল, কবি বিপ্লব চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৪৯ সালে ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। আর পরিবর্তিত নামেই আজকের বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মূল্যায়ন করেনি বলেই আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। জাতির পিতার নাম হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম হওয়া উচিৎ ছিল কিন্তু আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম ও মৃত্যু দিবসে স্মরণ পর্যন্ত করে নাই।
ড. ইউনুসের সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন, নতুন পাঠ্যক্রমের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন স্থান পায়।