Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ২৩ ফেব্রুয়রি, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, কাজী মাহমুদ করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জহুরুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।