Wed. Oct 15th, 2025
Advertisements

স্টাফ রিপোর্টার, মোঃ মাহবুব আলম: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে চরম বৈষম্যের অভিযোগ এনে অনশন কর্মসূচি শুরু করেছেন অসন্তুষ্ট পরীক্ষার্থীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৪৩ দিন ধরে একি স্থানে অনশন করে আসছেন আজ দ্বিতীয় দফায় টানা ২৪ ঘণ্টার অবস্থান নিয়ে আমরণ অনশন পালন করছেন তারা।

অনশনে অংশ নেওয়া রোকসানা আক্তার (বগুড়া) থেকে আসা শিক্ষক

আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু ফলাফলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। অনেক যোগ্য প্রার্থী বাদ পড়ে গেছেন অযৌক্তিকভাবে। আমরা শুধু আমাদের প্রাপ্য ফলাফল ও সনদ প্রদানের ন্যায্য দাবি জানাচ্ছি।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই অসংখ্য শিক্ষার্থী হতাশায় ভুগছেন। কেউ কেউ ন্যায্যতার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

অনশনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে। তারা বলেন,আমাদের মূল দাবী হচ্ছে আমাদের সনদ প্রদান করে বিশেষ গনবিজ্ঞপ্তিতে আবেদন এর সুযোগ দিয়ে আমাদের সাথে করা বৈষম্যের সঠিক সমাধান দিতে হবে।

আমাদের দাবি স্পষ্ট—ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে এবং যোগ্য প্রার্থীদের সনদ দিতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।”

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন। প্রকৃত যোগ্য প্রার্থীদের সনদ প্রদান। পরীক্ষায় বৈষম্য বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করা।

দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অনশনস্থলে প্রতিদিনই নতুন পরীক্ষার্থীরা যোগ দিচ্ছেন, যা ক্রমেই একটি বৃহত্তর আন্দোলনের রূপ নিচ্ছে।