Wed. Oct 15th, 2025
Advertisements

Amit Hassan 5নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক ও বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান আসছে ঈদ উল ফিতরে দু’টি চলচ্চিত্র নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন। একটি ইফতেখার চৌধুরীর ‘অগ্নি-টু’ ও অন্যটি তš§য় তানসেনের ‘পদ্ম পাতার জল’। দুটি চলচ্চিত্রে তিনি ভিন্ন দু’টি চরিত্রে অভিনয় করেছেন। ‘অগ্নি-টু’তে তিনি অভিনয় করেছেন মিঠুন সরকার চরিত্রে এবং ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি রানভির বাবু চরিত্রে। দুটি চলচ্চিত্রে অমিত হাসান তার অভিনয় নিয়ে বলেন, ‘সত্যি বলতে কী এখনতো আর নায়ক হয়ে চলচ্চিত্রে অভিনয় করার তেমন সুযোগ নেই। তাই ভিন্নধরনের চরিত্রে কাজ করি। যেমন এরইমধ্যে আমি খলনায়ক হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছি। পুরস্কৃতও হয়েছি। অগ্নি-টু এবং পদ্ম পাতার জল চলচ্চিত্রে আমাকে নতুনরূপে দেখা যাবে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে এবং আমার বিশ্বাস আমার অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’ এদিকে অমিত হাসান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শিল্পী সমিতির উন্নয়নের কাজে মনোযোগ দিচ্ছেন বেশ।