Wed. Oct 15th, 2025
Advertisements

এম এ মানিক: দুর্নীতি আর লুটপাটের বিচারের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের ইফতার মাহফিলে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি।

48160_0000000
ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, ‘তিনারা তো আছেন ক্ষমতার চিন্তায়। তিনারা এত লুটপাট, এত চুরি, এত চামারি, এত খুন-খারাবি, এত গুম করেছে- মানুষের ভয়ে, বিচারের ভয়ে আজকে তারা ক্ষমতা ছাড়তে চায় না। তাই তারা নির্বাচন দিতে চায় না।

 

তারা জানে যে নির্বাচন দিলে, তাদের ভরাডুবি হবে। মানুষ কীভাবে তাদের প্রত্যাখ্যান করবে, সিটি করপোরেশন নির্বাচনই সে দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে। যদি সত্যিকারের নির্বাচনটা হতে পারত সুষ্ঠুভাবে, তাহলে মানুষ তাদের সত্যিকারের জবাব দিত।’