Mon. Sep 15th, 2025
Advertisements

78খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
মোবাইল ফোনের সিম নিবন্ধনের জন্য মোবাইল কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে তিনটি কোম্পানিকে (বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) নিবন্ধন চুক্তির জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বাকি তিনটি কোম্পানির (গ্রামীন ফোন, রবি ও টেলিটক) আবেদনে ত্র’টি থাকার কারণে অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে এই চুক্তির পর একই জাতীয় পরিচয়পত্রের (এনআইডির) একাধিক সিম থাকলে সংযোগ বন্ধ করে দেয়া হবে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন এ প্রতিবেদককে বলেন, মোবাইল কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে গতকাল বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেলের সঙ্গে চুক্তি করার জন্য নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। এনআইডির আইন অনুযায়ী নিবন্ধন ফি দেয়ার জন্য মোবাইল কোম্পনিগুলোকে চিঠিও দেয়া হয়েছে। সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সিম পুনঃনিবন্ধনের জন্য তাকিদ দিয়েছেন। তাই মোবাইল কোম্পানিগুলোকে নিবন্ধন চুক্তির জন্য দ্র’ত অনুমোদন দেয়া হয়েছে। তবে নিবন্ধন ছাড়া কোন কার্যক্রম শুর’ হবে না। গ্রামীনফোন, রবি ও টেলিটক কোম্পানির আবেদন কিছু ত্র’টি রয়েছে। তাই গতকাল তাদেরকে অনুমোদন দেয়া হয়নি। এজন্য পুনরায় কাগজপত্র দিতে বলা হয়েছে। টেলিটক কোম্পানি সম্ভবত আজকেই কাগজপত্র ঠিক করে দিবে। কাগজপত্র ঠিক করে দিলে দিলে আজকেই অনুমোদন দেয়া হবে। তিনি বলেন, এনআইডির আইন অনুযায়ী এককালীন নিবন্ধন চার্জ হিসাবে ৫ লাখ টাকা দিতে হবে মোবাইল কোম্পানিগুলোকে। এছাড়া একই ব্যক্তির তথ্য যতবার যাচাই করা হবে ততবারই ২ টাকা হারে চার্জ পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। গত বৃহস্পতিবার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ও বিটিআরসির সাথে সিদ্ধান্ত হয়, ভুয়া ও অনিবন্ধিত সিম যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। আর মোবাইল ফোন অপারেটররা নিজেদের বিক্রি হওয়া সিমের তথ্য-উপাত্ত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই অনুবিভাগ জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) মাধ্যমে কোন সিম সঠিকভাবে নিবন্ধিত এবং কোনটি সঠিকভাবে নয় তা মন্ত্রণালয় ও বিটিআরসিকে জানাবে। একই এনআইডির একাধিক সিম নেয়া হলে গ্রাহককে এসএমএস মাধ্যমে তা জানানো হবে এবং বলা হবে সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে সশরীরে এনআইডির মূল কপিসহ হাজির হয়ে ওইসব সিম সে ব্যবহার করছে কিনা তা জানাতে হবে। অন্যথায় ওইসব সিম বন্ধ করে দেয়া হবে। কারো এনআইডির কপি তার অজান্তে ব্যবহার করে অন্য কেউ যাতে মোবাইল সংযোগ না রাখতে পারে তার জন্যই এ ব্যবস্থা।