Mon. Sep 15th, 2025
Advertisements

79খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সরকার বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের লোকজনের মধ্যে সংলাপকে উৎসাহিত করে আসছে। রোববার রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে ভ্যাটিকানের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী ও পোপ ফ্রান্সিসের বিশেষ প্রতিনিধি ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকানের মন্ত্রীকে বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান এই ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোসহিরি, বাংলাদেশে ক্যাথলিক বিশপ ডি রোজারিও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।