Sat. Sep 13th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫ দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানের লক্ষ্যে ভুক্তভোগী জনসাধারণকে নিয়ে ‘গণশুনানি’ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে।

এ শুনানি দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে। শুনানি শুরুর আগে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এ সময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচির অংশ হিসেবে কমিশনের উদ্যোগে এ গণশুনানির কাজ করা হচ্ছে। দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

কমিশনের চেয়ারম্যান জানান, ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এবারের নতুন সংযোজন হল গণশুনানি। কোনো হয়রানি ছাড়া সরকারি সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই এ গণশুনানির আয়োজন।’

গণশুনানিতে ঢাকার তেজগাঁও, গুলশান ও সূত্রাপুর সাব-রেজিস্ট্রার অফিস এবং গুলশান, তেজগাঁও ও কোতয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) অফিসগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সরকারি এ সব অফিস থেকে সেবা গ্রহণে যে সব নাগরিক হয়রানি বা দুর্নীতির শিকার হয়েছেন তারা এ গণশুনানিতে দালিলিক প্রমাণাদিসহ অংশগ্রহণ করতে পারেন।