Sat. Sep 13th, 2025
Advertisements

18খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিয়ে করছেন আশরাফুল। পরের দিন বৌভাত। আর একদিন পরই জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

কনে তাসলিমা আনিসা অর্চি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

২০১৩ সালে বিপিএলে ম্যাচ গড়াপেটার দায়ে ৫ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে ৩ বছরে আনা হয়, যা আগামী বছরের ১৬ আগস্ট শেষ হবে। ওএনবি২৪.কম