খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: চ্যানেল আইয়ের সঙ্গীতভিত্তিক রিয়ালিটি শো ‘সেরা কণ্ঠ’-এর মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আসা শিল্পী খেয়ালী কর্মকার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।
২০১০ সালে ‘সেরা কণ্ঠ’-এ অংশ নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছিলেন খেয়ালী।
১৬ ডিসেম্বর রাতে অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। ১৮ ডিসেম্বর সেখানেই তার মৃত্যু হয়।
বাবা গৌরাঙ্গ কর্মকারের কাছ থেকে গানের দীক্ষা নিয়েছেন তিনি। মুন্সীগঞ্জের মেয়ে খেয়ালী চার বছর বয়স থেকেই গান শিখতেন।
খেয়ালী মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছাত্রী ছিলেন।