Wed. Oct 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬:
41কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জেলায় সরকারি, বেসরকারি, প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও সকল বেসরকারি সংস্থা গুলিও নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অনেকেই মানববন্ধন শেষে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশেরও আয়োজন করেছেন। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বেসরকারি সংস্থা গুলির সামনে ও শহরের বিভিন্ন সড়কে মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী কলেজ, মহিলা কলেজ, ইকো স্কুল এন্ড কলেজ, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসা, সালন্দর আলিয়া মাদ্রাসা, ঠাকুরগাঁও রোড কলেজ, ইসলাম নগর উচ্চ বিদ্যালয়, গড়েয়া ফাজিল মাদ্রাসা সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে রক্ষা করতে আজকে আমাদের এই মানববন্ধন। এছাড়া কুচক্রিদের দেখানো পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় একই কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।