Fri. Sep 12th, 2025
Advertisements
33255-pakistan
খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর  ২০১৬: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে তাহারুল (৩০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
রবিবার ভোরে কড়াইবাড়ী সীমান্তে ১০৫৫ আর্ন্তজাতিক সীমানা পিলারের কাছে গরু আনতে যায় তাহারুল। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় তাহারুল।

নিহত গরু ব্যবসায়ী তাহারুল ছাট কড়াইবাড়ী গ্রামের বক্তার হোসেনের পুত্র বলে জানা গেছে।

এ ঘটনার একদিন আগে গত শুক্রবার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে আরেক এক গরু ব্যবসায়ী দুখু মিয়া (২৮) বিএসএফ’র গুলিতে নিহত হয়।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফ’র নিকট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।