Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর  ২০১৬: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ওই হামলাকারীর ছবি প্রকাশ করেছে।
কর্তৃপক্ষ মনে করে, বারলিংটন এলাকার ওই বিতানে হামলায় একজন বন্দুকধারীই অংশ নিয়েছে।

ওয়াশিংটন রাজ্যের টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস বলেন, হামলার পর আন্তমহাসড়কের দিকে যাওয়া বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।

হামলাকারীর সঙ্গে নিহতদের কোনো সম্পর্ক আছে কি-না তা নিশ্চিত নয় পুলিশ। নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলি শুরু হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। ব্র্যান্ডি মন্ট্রিউইল নামের এক নারী বলেন, তিনি সিনেমা দেখছিলেন। হঠাৎ কর্মচারীরা এসে বলল, এখনই চলে যেতে হবে। তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না। এক কর্মচারী এলো এবং সিনেমা বন্ধ করার জন্য ক্ষমা চেয়ে বলল, তাদের এখনই চলে যেতে বলা হয়েছে।’ তিনি এটাকে মহড়া ভেবেছিলেন।

আরেক প্রত্যক্ষদর্শী আরমান্দো পাতিনো বলেন, মেসিজ নামের বিপণিবিতানের পাশে একটি দোকানে ছিলেন। এ সময় গোলমালের কথা শোনেন। তিনি বলেন, ‘হঠাৎ আমি একজনের চিৎকার শুনি এবং মেসিজ বিতানে গোলাগুলির শব্দ শুনি।’