Wed. Oct 15th, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:  ‘বেওয়াচ’ এর নাম শুনলেই সবার মনে পড়ে যায় লাল রঙের সাঁতার পোষাকে হলিউড সেনসেশন পামেলা অ্যান্ডারসনের কথা। সামনেই মুক্তি পাবে বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ‘বেওয়াচ’। পামেলার মতো সাঁতারের সংক্ষিপ্ত পোষাকে কি দেখা যাবে এ বলিউড সুন্দরীকেও?
ডিএনএ’কে দেয়া সাক্ষাতকারে এই গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই। ‘বেওয়াচ’ প্রসঙ্গে এ তারকা বলেন, “এ ছবিতে আমাকে কোনো যৌনআবেদনময় দৃশ্যে দেখা যাবে না। এখানে আমি প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটির নাম ‘ভিক্টোরিয়া’। ছবিতে আমাকে সেভাবেই দেখা যাবে।”
ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের সাথে বেওয়াচের পরবর্তী পর্বে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা। বলিউডের পাশাপাশি হলিউডেও সমানতালে এগিয়ে চলেছেন পিগি চপস।
শেষবার তাকে এমন রূপে দেখা গেছে ‘দোস্তানা’ সিনেমাতে। হলিউডের অভিষেক সিনেমা ‘বেওয়াচ’ মুক্তির দিনক্ষণ যত এগিয়ে আসছে, এ ছবিতে প্রিয়াঙ্কাকে কেমন দেখা যাবে তা নিয়ে আগ্রহটা ততই জোরালো বাড়ছে সবার।
সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘জয় গঙ্গাজল’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায়।