Wed. Oct 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:63
অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড কিং শাহরুখ খান। আসন্ন ছবি ‘ডিয়ার জিন্দেগি’র শুটিংয়ের সময় ভয়ংকর এক দুর্ঘটনার মুখে পড়েছিলেন শাহরুখ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন সেই দুর্ঘটনার কথা।
তিনি বলেন, চিত্রনাট্য ছিল, আমি রাস্তায় সাইকেল চালাচ্ছি। রাস্তাটা খুবই সরু। সেই সময়ে অন্য দিক থেকে আসছিল একটা টেম্পো। শুটিংয়ের জিনিসপত্র টেম্পো করে স্পটে নিয়ে আসা হচ্ছিল। টেম্পো ড্রাইভার চোখের সামনে আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন! স্টিয়ারিংয়ে হাত ছুঁয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকেন শুটিং! তাতে যা হওয়ার, তাই হল। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমার গায়ের উপরে চলে আসে! ব্রেক কষায় দুর্ঘটনা এড়িয়ে যাই।
প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলেন শাহরুখ। বলেও ফেলেন সেই ঘটনা। তিনি খান বলেন, ভেবেছিলাম মৃত্যু অবধারিত। তবে ঈশ্বরের আশীর্বাদ। আমি জীবিত।