Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ভাষাসৈনিক জয়নাল আবেদীন খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। জয়নাল আবেদীন খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে রোজ খান।

বার্ধক্যজনিত রোগে রোববার (১২ নভেম্বর) ভোর ৬ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

জয়নাল আবেদীন খান ১৯৩২ সালের ১৯ নভেম্বর পাবনার সাথিয়ায় এক সম্ভ্রান্ত মুশলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেখানেই তার বেড়ে ওঠা।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় গোলাগুলির খবর শুনে আন্দোলনের সমর্থনে পাবনায় রাস্তায় নেমেছিলেন। স্থানীয়ভাবে শহীদ মিনার গড়েছেন। বাষট্টির শিক্ষা আন্দোলনে তার ছিল অগ্রগণ্য ভূমিকা।

১৯৬২ সালে ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। কমিউনিষ্ট পার্টির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন।

পরে দীর্ঘকাল সরকারি চাকরিতে ছিলেন। ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র- আরটিভি অনলাইন