Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার , ২৬ নভেম্বর, ২০১৭:দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মোটর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চারদিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে।

রোববার বেলা পৌনে একটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চলামান বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস মালিক গ্রুপের সভাপতি জাহিদ হোসেন। জেলা প্রশাসক মীর খাইরুল আলমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত বুধবার দিবাগত রাত থেকে এ ধর্মঘট শুরু করে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। আজ রোববার থেকে প্রয়োজনে গোটা রংপুর বিভাগে এই ধর্মঘট শুরু করার হুমকি দিয়েছিলেন দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা।

টানা এই পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে কেউ কেউ বাধ্য হয়েই গন্তব্যস্থলে যান বিকল্প ব্যবস্থায় অনেক দুর্ভোগের মধ্যে।