Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮:  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় সাজা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে এবং আওয়ামীলীগের ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

সোমবার বেলা ১১টায় ঝিনুক সিনেমা মোড় থেকে মিছিলটি বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, যুগ্ম সম্পাদক রুহুল আমিন খাঁন টিপু সহ যুবদলের নেতা কর্মীরা ।

বক্তারা বলেন- আওয়ামীলীগ চক্রান্ত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে ফাঁকা মাঠে গোল দিতে। বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা আগামীদিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ।