Fri. Oct 31st, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯ঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ফিরোজ আল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজ ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘প্রক্টর সিকদার মো. জুলকারনাইন উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে গিয়েছেন। তাই তার স্থলাভিষিক্ত নতুন প্রক্টর হিসাবে ফিরোজ আল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।’

নিয়োগপ্রাপ্ত নতুন প্রক্টর ফিরোজ আল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপত্তার সাথে যাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’