Wed. Oct 29th, 2025
Advertisements


সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমদ বলেছেন, “এখন বিভেদের নয়, ঐক্যের সময়। দেশের মানুষ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের শাসন ফিরে পেতে চায়। সেই আকাক্সক্ষা বাস্তবায়নের একমাত্র প্রতীক ধানের শীষ। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।” তিনি আরও বলেন, “একটি স্বার্থান্বেষী মহল নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায় জনগণের ভোটাধিকার আবারও কেড়ে নিতে। কিন্তু দেশের মানুষ আজ জেগে উঠেছে। তারা ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। সেই ভোটের মাধ্যমেই হবে গণতন্ত্রের পুনরুদ্ধার।” কয়ছর এম আহমদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন দিগন্তে। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশে গড়ে উঠবে জনগণের সরকার। তাই ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে হবে। মানুষকে বুঝাতে হবে, বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই মানুষের অধিকার।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী কর“ন। যাদের ত্যাগ আছে, যাদের হৃদয়ে দেশপ্রেম আছে তারাই আগামী আন্দোলনের মূল শক্তি হবে। সবাইকে ধৈর্য ধরে, পর¯পরের প্রতি শ্রদ্ধা রেখে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জয় আমাদের হবেই।” মঙ্গলবার (২৭ অক্টোবর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর ও যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, সিলেট মহানগর যুবদলের যুগ্ম স¤পাদক এমদাদুল হক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনসুর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, আব্দুল কাদির জিলানী, সদস্য শহীদুল ইসলাম মুন্সী, দরগাপাশা ইউপি যুবদলের সভাপতি ছাদিকুর রহমান ছালিক, শিমুলবাঁক ইউপি যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, জয়কলস ইউপি যুবদলের সদস্য রায়হান আহমদ ও আশরাফ মিয়া, পূর্ব বীরগাঁও ইউপি যুবদলের সাধারণ স¤পাদক আব্দুল বাছিত, জয়কলস ইউপি যুবদলের সাধারণ স¤পাদক নুরে আলম সবুজ, পাথারিয়া ইউপি যুবদলের সাধারণ স¤পাদক মনসুর আহমদ, পশ্চিম পাগলা ইউপি যুবদলের সভাপতি শহীদ মিয়া এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম প্রমুখ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, মহির উদ্দিন মহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা ও র‌্যালি নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরে জড়ো হন। ¯ে¬াগানে মুখরিত বর্ণাঢ্য র‌্যালিটি শেষে ঝিলমিল অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অরুন চক্রবর্তী
সুনামগঞ্জ