
খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গ্রুপ করপোরেট চুক্তি করেছে বিশ্বের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইন কাতার এয়ারওয়েজ-এর সঙ্গে।
রবিবার (২৭ অক্টোবর) রাজধানীতে ওয়েস্টার্ন গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই চুক্তির মাধ্যমে ওয়েস্টার্ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন—ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, টাইগার সিমেন্ট, লিডস কর্পোরেশন লিমিটেড, ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েস্টার্ন ওভারসিজসহ গ্রুপের অন্যান্য কোম্পানিগুলো কাতার এয়ারওয়েজের করপোরেট ভ্রমণ সুবিধা, বিশেষ ছাড় ও প্রিমিয়াম সেবার আওতায় থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডস কর্পোরেসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাফিদ আহমেদ অনন্য।
কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম বলেন, “ওয়েস্টার্ন গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে সততা ও উদ্ভাবনের প্রতীক এই প্রতিষ্ঠান। আশাকরি আমাদের পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক এক মাইলফলক হয়ে থাকবে।
ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, “কাতার এয়ারওয়েজের সঙ্গে আমাদের অংশীদারিত্ব নির্ভরযোগ্যতা ও বিশ্বমানের সেবার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। কাতার এয়ারওয়েজ যেমন বাংলাদেশকে বিশ্বের সঙ্গে যুক্ত করছে, ওয়েস্টার্ন গ্রুপ তেমনি দেশের উন্নয়নে ও উদ্ভাবনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন টাইগার সিমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাগির আহমেদ অপূর্ব। ওয়েস্টার্ন গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) মিজানুর রহমান খান, কাতার এয়ারওয়েজ এর একাউন্ট ম্যানেজার মিস মারুফা মাহফুজ সোনিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


