Fri. Sep 12th, 2025
Advertisements


খােলাবাজার২৪, শুক্রবার,  ১১ জানুয়ারি ২০১৯ঃ একসময়ে দ্বৈত কণ্ঠের গানে আসিফ আকবর ও ডলিস সায়ন্তনী একটি জুটি হয়ে গিয়েছিলেন। মাঝখানে অনেক দিন গানে ছিলন না আসিফ। আসিফ ফিরে আসলেও ডলি সায়ন্তনীর বিরতি আরও বেশি। এবার তারা একই সাথে আবার তারা গলা মেলাচ্ছেন। 

আসিফ-ডলির নতুন গান ‘মন হয়ে যায় ভালো’ শিরোনামের নতুন গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। এছাড়া গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। 

আর গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন আরশি হোসাইন।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাউন্ডেক’ থেকে আগামী ২৪ জানুয়ারি আসিফ-ডলির এই গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।