Fri. Oct 31st, 2025
Advertisements


খােলাবাজার২৪, শুক্রবার,  ১১ জানুয়ারি ২০১৯ঃ আজ শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিলের দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে রাজধানীতে জটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুলের মাঝপথে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। 

মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং ৩০ ডিসেম্বরের অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে শ্লোগান দেন। 

দলটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।