 খােলাবাজার২৪,সোমবার,  ১৪ জানুয়ারি ২০১৯ঃ  ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি জুনিয়র অফিসারদের নিয়ে ৪৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
খােলাবাজার২৪,সোমবার,  ১৪ জানুয়ারি ২০১৯ঃ  ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি জুনিয়র অফিসারদের নিয়ে ৪৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সকলকে ব্যাংকিং কার্যক্রমে অধিক সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান ও অনুষদ সদস্য জনাব লুৎফুল হক।


