Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,  ১৫ জানুয়ারি ২০১৯ঃ জানুয়ারি ১৫, ২০১৯ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়ার বামনখালী বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুর রশিদ, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব মোঃ আলী নাহিদ খান ও ভিপি জনাব মোঃ ফরিদুর রহমান জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আরাফাত হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জনাব মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মাদ মনিরুল ইসলাম, এজেন্ট মৈত্রী এন্টারপ্রাইজ-এর স্বত্তাধিকারী। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।