নতুন বছরে নতুন এই ধারাবাহিকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘রাজের পরিচালনায় এবারই প্রথম কাজ করছি। অনেকদিন পর একটি ভালো গল্পের ধারাবাহিক নাটকে অভিনয় করছি। আমি আমার অবস্থান থেকে আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’
তিনি বলেন ‘সহশিল্পী যারা আমার সঙ্গে এই ধারাবাহিকে অভিনয় করছেন তারা প্রত্যেকেই পরীক্ষিত। যে কারণে ধারাবাহিকটি নিয়ে আমি খুব আশাবাদী।’
শর্মিলী আহমেদ বলেন, ‘নাটকের গল্পটি ভালো। আশা করি সবার ভালো লাগবে।’
নাটকটিতে আরও অভিনয় করছেন রোজী সেলিম, মুনিরা ইউসুফ মেমী, মুনিরা মিঠু, শামীম হাসান সরকার, মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, শিশুশিল্পী রাইসাসহ অনেকে।
আসছে এপ্রিলে এনটিভিতে ‘ফ্যামিল ক্রাইসিস’ এর প্রচার শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।



