Fri. Sep 12th, 2025
Advertisements

হলি আর্টিজান হামলার পলাতক আসামি রিপন গ্রেফতার

খােলাবাজার২৪,রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ঃ গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতারকৃত মামুনুর রশিদ রিপন হলি আর্টিজান মামলার পলাতক আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, শনিবার মধ্যরাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়। তিনি হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসছিলেন।

তিনি আরও জানান, রিপন হলি আর্টিজানে জঙ্গি হামলা অর্থ. অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছেন।

মুফতি মাহমুদ আরও বলেন, হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত এ আসামি জেএমবির অন্যতম শুরা সদস্য।

গ্রেফতারের সময় রিপনের কাছে দেড় লাখ টাকা পাওয়া গেছে বলে জানান তিনি।

রবিবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।