Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ঃ  যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গন, কোনাবাখাইল,পেচপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ এ বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবা’র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। এছাড়া যমুনা ব্যাংক এর আশপাশের শাখাসমূহের শাখা প্রধানগন ও কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

এসময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত,অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিপুল পরিমান কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩৫০০ রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৪৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।