Fri. Oct 31st, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ঃ বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের একমাত্র ছেলে আরিক আনাম খান (দীপ্র)।

তাদের একমাত্র ছেলে দীপ্রর সঙ্গে এগনেস র‍্যাচেল প্যারিসের (প্রিয়াংকা) বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিষ্টান ধর্ম মতে।

বৃহস্পতিবার সকালে তাদের আক্‌দ হয়েছে বনানীর এক রেস্তোরাঁয়। আর রমনা চার্চে খ্রিষ্টান মতে বিয়ে হয়েছে শনিবার। এরপর সেদিন সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠান ছোট পর্দা, বড় পর্দা, মঞ্চ আর সংগীত জগতের তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়। এর আগে গত বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে হয়েছে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান।

আরিক আনাম খান লন্ডন ফিল্ম স্কুল থেকে ডিরেকশনের ওপর স্নাতকোত্তর করেছেন। তিনি নিজেও মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করছেন।

আর তার স্ত্রী এগনেস র‍্যাচেল প্যারিস নৃত্যশিল্পী। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক। নাচের ওপর পড়াশোনা করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি স্নাতকোত্তর ও এমফিল করেছেন। সামনে সেখানেই পিএইচডি করবেন।

এগনেস র‍্যাচেল প্যারিসের সঙ্গে আরিক আনাম খানের পরিচয় ২০১৫ সালের মার্চ মাসে। ২০১৮ সালে দুই পরিবার মিলে তাদের আংটি পরিয়ে দেন।