Fri. Oct 31st, 2025
Advertisements

নায়িকাদের রূপের ভিড়ে রাজনীতি ছাড়ছেন সাবিনা

খােলাবাজার২৪,মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাই সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। এমপি হওয়ার এই দৌড়ে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মিষ্টি জান্নাত, অভিনেত্রী তারিন, শমী কায়সার, রোকেয়া প্রাচী ও জ্যোতিকা জ্যোতিদের মতো নামিদামি তারকারা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। একইসঙ্গে নায়িকাদের ভিড়ে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

পাঠকের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘রাজনীতি থেকে মনে হয় বিদায় নিতে হবে, নায়ক নায়িকাদের এত ভিড়ে আমাদের আর দেখা পাওয়া কঠিন। আন্দোলন সংগ্রামের রোদে পোড়া শরীর এখন কিছুটা ভালো দেখতে হলেও নায়িকাদের রূপে বিলীন।

ক্ষমতায় থাকতে এত লোক বিরোধী দলে থাকতে তো দেখি নাই। মেয়েদের রাজনীতিতে কেবলই জ্বালা, নায়িকা জ্বালা। আবার মেয়ে হওয়ার জন্য পুরুষের চাইতে বেশি কাজ করলেও সাধারণ আসনে নমিনেশন দেয়া যাবে না। সরকারি দলের চাইতে তো বিরোধী দলেই ভাল ছিলাম, নিজেদের দল নিজেদের ছিল। এখন মহাবিপদ, আমাদের দল ছিনতাই করছে নায়িকা হাইব্রিড বিএনপি থেকে আমদানিকারীরা।’