Fri. Oct 31st, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯ঃ চীন ‘ইস্পাতের ভূগর্ভস্থ মহাপ্রচীর’ থেকে আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ছোঁড়ার মহড়া চালিয়েছে। মহড়ায় অংশ নিয়েছে দেশটির স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র বাহিনী। খবর পার্সটুডে।

কম্পিউটারভিত্তিক এ মহড়ায় কাল্পনিক শত্রুর বিরুদ্ধে আইসিবিএম ছোঁড়া হয়। মহড়া ঠিক কোথায় বা কখন চালানো হয়েছে চীনা সংবাদ মাধ্যমে সে সব তথ্য দেয়া হয় নি।

খবরে বলা হয়েছে, আবদ্ধ স্থানে টিকে থাকার জন্য প্রয়োজনীয় দীর্ঘ মেয়াদের প্রশিক্ষণ চীনের রকেট বাহিনীর সেনাদের জন্য নতুন এক স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এর আগের খবরে বলা হয়েছে, পরমাণু বা বাঙ্কার বিধ্বংসী বোমা এবং শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী হাইপারসনিক মারণাস্ত্রের হামলা ঠেকানোর জন্য ‘ইস্পাতের ভূগর্ভস্থ মহাপ্রাচীর’ তৈরি করেছে চীন। দেশটিতে ধারাবাহিক ভাবে ‘ইস্পাতের ভূগর্ভস্থ মহাপ্রাচীর’ তৈরি করা হয়েছে। এ সব প্রাচীর চীনের পার্বত্য এলাকার গভীর তলদেশে বানানো হয়েছে। এ ধরণের প্রতিরক্ষা ব্যূহ হাইপারসনিক মারণাস্ত্রের হামলার পরও টিকে থাকবে এমনকি সেখান থেকে পাল্টা হামলাও চালানো যাবে।