Fri. Oct 31st, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ঃ চার্লস, সৌম্য সরকার, ইভান্স ও টেন ডেসকার্টদের ঝড় তোলা ব্যাটিংয়ের পর বল হাতে মোস্তাফিজদের চোখধাঁধানো পারফরম্যান্সে চিটাগং ভাইকিংসকে ৭ রানে হারিয়েছে রাজশাহী কিংস। বল হাতে ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজ।

শনিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে রাজশাহী কিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে ওপেনার জনসন চার্লসের ব্যাট থেকে। ৪৩ বলের মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে এই ইনিংস সাজান তিনি। এছাড়া ক্রিশ্চিয়ান জঙ্কার ১৭ বলে ৩৭, লরি ইভান্স ২৯ বলে ৩৬ ও রায়ান টেন ডেসকাট ১২ বলে ২৭ রান করেন।

চিটাগং ভাইকিংসের পক্ষে খালেদ আহমেদ দুটি এবং আবু জায়েদ চৌধুরী রাহী ও ক্যামেরন ডেলপোর্ট একটি করে উইকেট শিকার করেন।

১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই সাজঘরে ফিরেন চিটাগংয়ের ওপেনার ক্যামেরন ডেলপোর্ট। তবে অপর ওপেনার মোহাম্মদ শেহজাদ ২২ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এর পর তিন নম্বরে নামা ইয়াসির আলী ৩৮ বলে ৫৮ রানের ইনিংস খেললে জমে উঠে ম্যাচ। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৫৮ রান করেন ইয়াসির।

ইয়াসিরের বিদায়ের পর প্যাভিলিয়নের পথ ধরেন ২২ রান করা অধিনায়ক মুশফিকুর রহিমও। তবে এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার চেষ্টা করে যান জিম্বাবুইয়ান ক্রিকেটার সিকান্দার রাজা।

শেষ ওভারের প্রথম বলে বিদায় নেওয়ার আগে ১৫ বলের মোকাবেলায় তিনি করেন ২৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারানো স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। ফলে রাজশাহী পায় ৭ রানের জয়।

রাজশাহীর পক্ষে মুস্তাফিজুর রহমান ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট শিকার করেন।