Thu. Oct 30th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার, ৬ মার্চ ২০১৯ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ”লজিক্যাল থিঙ্কিং ফর ডিভেলাপমেন্ট” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ মার্চ ২০১৯ তারিখে বিশ^বিদ্যালয়ের ডিভেলাপমেন্ট স্টাডিজ বিভাগে আয়োজিত উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যামাজন.কম-এ বেস্ট সেলার বই ”দি ডার্ক সায়েন্স অব লজিক্যাল ফ্যালাসিস্” বইটির লেখক জনাব কাজী খুররম আহম্দ।

সভায় ডিভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রিয়াজুল হক, সহযোগী অধ্যাপক জনাব ইমরান হোসেন ভুঁইয়া, অনুষদ সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।