Fri. Oct 31st, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৭মার্চ ২০১৯ঃ হিটাচির অথোরাইজড ডিস্ট্রিবিউটর বেস্ট ইলেক্ট্রনিক্সের দেশব্যাপী ১২১টি শোরুমে যাত্রা শুরু হয়েছে হিটাচি ফেস্টিভ্যাল।

এই উপলক্ষে গত ৫ মার্চ বেস্ট ইলেক্ট্রনিক্স লিঃ এর প্রধান কার্যালয়ে কেক কেটে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন মিঃ হিরোশি হোন্ডা, জেনারেল ম্যানেজার হিটাচি হোম ইলেক্ট্রনিক্স এশিয়া প্রাইভেট লিঃ এবং বেস্ট ইলেক্ট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেস্ট ইলেক্ট্রনিক্সের ডিরেক্টর সৈয়দ আশহাব জামান রাফিদ এবং তরুন জেইন, জিএম, হিটাচি হোম ইলেক্ট্রনিক্স এশিয়া প্রাইভেট লিঃ। আগামী ৩১ মার্চ পর্যন্ত হিটাচি ফেস্টিভ্যাল চলবে।