Wed. Oct 29th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,২৭মে ২০১৯ঃ সহিংসতায় ইয়েমেনে গত ১০ দিনে ২৭ শিশু নিহত হয়েছেন। এরমধ্যে গেল সপ্তহেই সাতজন। রোববার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দেশটির তায়েজ ও সানা নগরীতে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি।

ইউনিসেফ আরও জানায়, নিহতদের মধ্যে বড় একটা অংশ শিশু। শুক্রবার মাবিয়া জেলায় হামলায় নিহতদের মধ্যে সাতজনই শিশু। যাদের বয়স ৪ থেকে ১৪ বছরের মধ্যে।

প্রসঙ্গত যুদ্ধ বিধস্ত ইয়েমেন গত কয়েক বছর ধরে দি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) করা দুর্যোগপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে।

ইয়েমেনের ব্যাপারে আইআরসির রিপোর্টে বলা হয়, প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদির পক্ষে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন বাহিনীর হামলায় দেশটি ধ্বংসের শেষপ্রান্তে পৌঁছে গেছে।

গত বছরের শেষ দিকে জাতিসংঘ সতর্ক করে জানায়, দেশটি মারাত্মক দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে। বর্তমানে ইয়েমেনের দুই কোটি ৪০ লাখ লোকের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। গত বছর সেখানে কলেরা মহামারী দেখা দিলে ১০ লক্ষাধিক লোক এতে আক্রান্ত হয়।

২০১৫ সালে সৌদি জোটের আগ্রাসনের পর থেকে প্রায় দুই কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এসব শিশুর অধিকাংশই কেউ শ্রমিক হিসেবে কাজ করছে, কেউ ভিক্ষা করছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে চলা সংঘাতে ইয়েমেনের অসংখ্য স্থাপনা, হাসপাতাল, স্কুল, কারখানা ক্ষতিগ্রস্তের পাশাপাশি বহু সংখ্যক মসজিদ ধ্বংস হয়েছে। এ ছাড়া দেশটির ৮৪ লাখ মানুষ চরম দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়।