Wed. Oct 29th, 2025
Advertisements

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসী তীব্র আপত্তি জানিয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। দায়িত্ব পালনে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন, এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরবর্তীতে তাঁর স্থলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত এই সাবেক চেয়ারম্যান দায়িত্বকালীন সময়ে সরকারি তহবিলের অপব্যবহার, প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার প্রদান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালিন ভাতাসহ সরকারি বিভিন্ন সেবায় অর্থ গ্রহণ সহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিরোধী মত দমন, ভয়ভীতি প্রদর্শন ও জনঅসন্তোষ সৃষ্টির মাধ্যমে এলাকায় এক প্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলেন।

আরও জানা যায়, নির্বাচনে পরাজিত হলেও আওয়ামী লীগের মনোনয়ন ও প্রশাসনের প্রভাব খাটিয়ে তিনি চেয়ারম্যানের দায়িত্বে আসেন। তাঁর সময়কালে ইউনিয়নের সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং প্রশাসনিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে।

সম্প্রতি মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার উদ্যোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর প্রত্যাবর্তন হলে গোড়গ্রাম ইউনিয়নে পুনরায় অস্থিরতা, বিভেদ ও অনিয়ম বৃদ্ধি পাবে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে— ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে মাহাবুব জর্জের ফিরে আসা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।