
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে উপজেলা পর্যায়ে অভিবাসী ফোরাম সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত।বুধবার (২৯ অক্টোবর)সকালে শীলমান্দী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ)এর আয়োজনে নরসিংদী সদর উপজেলা পর্যায়ে অভিবাসী ফোরাম সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মানব পাচার প্রতিরোধের লক্ষ্যে, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সহযোগিতা, মানবপাচার সমাজে কি ধরনের প্রভাব ফেলে, একটি পরিবার কিভাবে মানবপাচারের স্বীকার হয়,স্থানীয় দালালের খপ্পরে পড়ে কিভাবে নিজেকে দক্ষ না করেই একজন মানুষ বিদেশে পাড়ি জমায় এবং পরবর্তীতে কিভাবে প্রতারণার স্বীকার হয় এসব বিষয় তুলে ধরা হয় আলোচনায়। বিদেশগামীদের মনস্তাত্ত্বিক নানাবিধ বিষয়,অভিবাসী আইন এবং মানব পাচার রোধে নানাবিধ পরিকল্পনা আলোচনা করা হয় এই সভায়।সভায় কমিটির সদস্যদের সাথে মানব পাচার সচেতনতা তৈরিতে নিরাপদ অভিবাসন,বাংলাদেশের শ্রম-অভিবাসন ও মানব পাচার এবং নরসিংদী জেলায় মানব পাচারের প্রেক্ষাপট তুলে ধরা হয়।মানব পাচার প্রতিরোধে কমিটির ভুমিকা এবং কর্ম-পরিধি নিয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন,ওকাপ নরসিংদী জেলা ব্যবস্থপক মোঃ ওসমান গনি,ওকাপ নরসিংদী প্রজেক্ট অফিসার মোঃবাবুল হোসেন,ওকাপ ঢাকা এডভোকেসি অফিসার নিথরা মেহরাব,ওকাপ ঢাকা প্রোগ্রম কো-অডিনেটর এ এ মামুন ( নাসিম) প্রমুখ।


