
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার সেহাকাঠী গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের সিধ কেটে প্রবেশ করা দুর্বৃত্তদের হাত থেকে মেয়েকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোশাররফ হাওলাদার (৪৫)। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ এমন তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের সিধ কেটে ভিতরে প্রবেশ করে দুইজন মুখোশধারী যুবক। তারা ঘুমন্ত অবস্থায় থাকা মোশাররফ হাওলাদারের কিশোরী মেয়েকে পা ধরে টানাটানি শুরু করে। আতঙ্কিত হয়ে মেয়েটি চিৎকার করলে জেগে ওঠেন মা ও বাবা।
চিৎকার শুনে মোশাররফ হাওলাদার দ্রুত ছুটে এসে দুর্বৃত্তদের বাধা দেন। এসময় এক দুর্বৃত্ত হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মোশাররফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়।
মোশাররফের মেয়ে জানিয়েছে, “দুইজন অল্পবয়সী ছেলে ছিল, তারা মুখে কাপড় বেঁধে রেখেছিল।
ঘটনার পর পুরো সেহাকাঠী গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, মোশাররফ হাওলাদার ছিলেন পরিশ্রমী ও সদালাপী মানুষ। গ্রামের অনেকেরই তিনি বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন।
এদিকে খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বা অন্য কোনো অসৎ অভিপ্রায়ে ঘরে প্রবেশ করেছিল।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।
মোশাররফ হাওলাদারের মৃত্যুর পর শোকাহত পরিবার এখন নিঃস্ব ও আতঙ্কিত। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


