Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার ,১৬জুলাই,২০১৯ঃ  মোবাইল ফোন হাতে নিয়ে ঘরের বিছানায় বসে কাজ করছিলেন ১১ বছর বয়সী এক কিশোরী। হঠাৎই দেখতে পান হাতের মোবাইল ফোন থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তে সেটি ছুঁড়ে ফেলে দেন। বিছানায় সেটি পড়তে পড়তেই বিস্ফোরণ ঘটে।

শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, কিশোরীর হাতে যে মোবাইল ফোনটি ছিল সেটি বিশ্বখ্যাত ব্রান্ড অ্যাপলের আইফোন। পরে অ্যাপলের সাপোর্ট সেন্টারে ফোন করে অভিযোগ জানালে পুড়ে যাওয়া ফোনটির ছবি তুলে স্থানীয় খুচরা ব্যবসায়ীর কাছে সেটি জমা দিতে বলা হয়।

আইফোন কর্তৃপক্ষ মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে, অনুমোদনহীন চার্জিং কেবল এবং চার্জার ব্যবহারের কারণে আগুন লাগতে পারে।

ঘটনার শিকার কিশোরী বলেন, ‘আমি বিছানায় বসে ফোনটি ব্যবহার করছিলাম। ঠিক তখনই আমার ফোনে আগুনের ফুলকি চোখে পড়ে। আমি তৎক্ষণাৎ ফোনটি কম্বলের উপর ছুঁড়ে ফেলে দিই। তারপর সেটি জ্বলতে শুরু করে।