
বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ভারতের মধ্যপ্রদেশের বর্তমান সরকার। এজন্য বিধবা নারীকে বিয়ে করলে নগদ ২ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
১৮ থেকে ৪৫ বছরের নিচে কোনও বিধবা নারীকে বিয়ে করলে স্থানীয় সমাজ কল্যাণ দফতর থেকে এ অর্থ দেয়া হবে। সমাজ কল্যাণ দফতর থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, মধ্যপ্রদেশে এ নিয়ম চালু করার পর বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের ধুম পড়েছে ওই রাজ্যে।