Wed. Oct 15th, 2025
Advertisements
খােলাবাজার২৪, শুক্রবার ০৮ মে, ২০২০: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) মতো শ্বাসতন্ত্রে আক্রমণকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন তা চোখ, নাক বা গলার শ্লেষ্মার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যমেই হয়ে থাকে। ভাইরাসটি একজন থেকে আরেকজনে সংক্রমণের প্রধান মাধ্যমও হাত। বিশ্ববাপী মহামারি আকারে যখন ভাইরাসটি ছড়ায় তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হল ঘনঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।আর স্বয়ংক্রিয়ভাবে হাত ধুয়ে দেয়ার মেশিন বাজারে এনেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান।

মেরিটেক নামের এই প্রতিষ্ঠানটির আনা হাত ধোয়ার মেশিন ১২ সেকেন্ডেই সব ধরনের জীবানু ৯৯ শতাংশ কার্যকরভাবে দূর করবে বলে দাবি করেছে তারা। এতে পানির অপচয়ও ৭৫ শতাংশ কমবে বলে দাবি তাদের।

 

মেশিনটিতে হাত ঢুকিয়ে দেয়ার দুটি জায়গা রাখা হয়েছে। তাতে হাত দেয়ার সাথে সাথে মেশিনটি পরিস্কার করার কাজ করতে শুরু করে। পরে হাত বের করে মেশিনের সঙ্গে থাকা টিস্যু দিয়ে মুছে নিলেই চলে।

প্রতিষ্ঠানটি জানায় প্রতি ৮ ঘণ্টায় একবার মেশিনটি নিজেকেও পরিস্কার করে। ফলে মেশিন থেকে জীবানু সংক্রমণের ঝুঁকি থাক না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেশিনটির ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কারো মতে, মেশিনটি মোটেও স্বাস্থ্যকর নয়, এটি হাতের ময়লাকে আরো ভালভাবে হাতেই মাখিয়ে দিচ্ছে।

আবার কারো মতে, গরম পানি প্রবাহিত হয় এমন সিঙ্ক ও অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বরং মেশিনের চেয়ে বেশি কার্যকরভাবে হাত ধুতে পারবে।

কেউ মন্তব্য করেছেন, আমরা কি এতটাই অলস হয়ে পড়েছি যে হাতটাও নিজেরা ধুতে পারি না।

কোনো কোনো নেটিজেন মনে করেন, করোনা ভাইরাস এমনই কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের তৈরি করা অসুস্থতা, যাতে তারা তাদের ব্যবসা বাড়ানোর সুযোগ পান।

আবার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই মেশিনটির প্রয়োজনীয়তার কথা বলেছেন অনেকেই।