Fri. Oct 31st, 2025
Advertisements

খােলাবাজার২৪, শনিবার২৪, অক্টোবর ২০২০: ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ। মাঠে নামবে ইয়ুভেন্তাস, বার্সেলোনা, পিএসজি, ম্যান ইউনাইটেডের মতো বড় দলগুলো।

রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচে লড়বে পিএসজি-ম্যান ইউনাইটেড। ২০১৮-১৯ মৌসুমে রেড ডেভিলদের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে যায় ফরাসি জায়ান্টরা। এবার প্রতিশোধের সুযোগ। গেল মৌসুমে এ টুর্নামেন্টের রানার্সআপ হওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে থমাস টুখেলের দল।

এদিকে, ক্যাম্প ন্যুতে বার্সেলোনা আতিথ্য দিবে হাঙ্গেরির লিগ চ্যাম্পিয়ন ফেরেঙ্কভারোসকে। এই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার ক্ষত পেছনে ফেলে, নতুনভাবে শুরুর প্রত্যয় বার্সার।

একই সময় রাত ১টায়, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া।

এর আগে, দিনের প্রথম ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের চ্যালেঞ্জ নিবে ইয়ুভেন্তাস। করোনা আক্রান্ত হওয়ায় এ ম্যাচে রোনালদোকে পাচ্ছে না ইয়ুভেন্তাস।